আইরিনের প্রথম একক অ্যালবাম বাজারে আনছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নসিঁড়ি। অ্যালবামে ১০টি গান স্থান পয়েছে। গানগুলো লিখেছেন- লুৎফর হাসান, রবিউল ইসলাম জীবন, সেজুল হোসেন, হাসনাত মহসিন, তন্ময়, ফেরদৌসী শম্পা।

সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ, সজিব দাশ, বনি্ন আহমেদ। অ্যালবাম প্রসঙ্গে আইরিন বলেন_ ছোটবেলা থেকে গান করছি, দীর্ঘদিন ধরে গান নিয়ে স্বপ্ন দেখছি।

সংশ্লিষ্টদের কাছ থেকে অনুপ্রেরণা ও নিজের ভেতরের সুপ্ত তাগিদ থেকেই একক অ্যালবাম করতে উদ্যোগ নিয়েছি। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গান করার চেষ্টা করেছি। কতটা পেরেছি শ্রোতারা বলবেন।