উন্নয়ন ও অগ্রগতির ধারায় ১২টি বছর পেরিয়ে আগামী ৮ জুলাই ১৩তম বছরে পদার্পণ করছে অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যুগপূর্তি উৎসবে আয়োজন করা হয়েছে ব্যাপক কর্মসূচির।

গত রোববার সকাল ৯টায় ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিঞা, উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হারুন-অর-রশীদ হাওলাদার যুগপূর্তি উৎসব অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাস পরিবারের সকল শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। আগেই কৃষি অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামানকে আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য পবিপ্রবির উপরেজিস্ট্রার মুহম্মদ শহিদুল্লাহকে সদস্য-সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ১২তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘যুগপূতি উৎসর্ব’ উদযাপন কমিটি গঠন করা হয়।