তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্বল্পমূল্যেও তারহীন প্রযুক্তির মাউস বাজারে এনেছে কম্পিউটার সোর্স। প্রোলিংক ব্রান্ডের পিএমও৭১৪জি মডেলের এই মাউসটির দাম মাত্র নয়শ’ ৫০ টাকা।
৩৬০ ডিগ্রি কোণে ১০ মিটার পর্যন্ত দূরত্বে সাবলীলভাবে কাজ করতে সক্ষম মাউসটিতে আছে ২.৮ গিগাহর্জ কম্পাঙ্কের যোগাযোগ লিংক ফিচার।
এছাড়াও চারটি ভিন্ন রঙের মাউসটিতে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে অন-অফ সুইচ, স্ক্রল হুইলের পাশাপাশি অত্যন্ত ক্ষিপ্র গতিতে উপরে-নিচে স্ক্রল করতে ইনস্ট্যান্ট কন্ট্রোলার এবং পিসির সাথে তারহীন সংযোগ ঘটাতে রয়েছে প্লাগ অ্যান্ড প্লে ন্যানো রিসিভার।