কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় শ্যালো-ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাত একটায় এ দুর্ঘটনায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান। অপর আহত সফিয়ার রহমানকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
রৌমারী থানার ওসি বজলুর রশীদ জানান, রৌমারী থেকে কর্তিমারীগামী শ্যালো চালিত একটি ভটভটি কর্তিমারী বাজারের কাছে বিপরীতগামী একটি মটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মটর সাইকেল চালক আনোয়ার ও সফিয়ার প্রথমে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।