পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন সাবেক তারকা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে মিয়াঁদাদ বলেন, “আমি এবং হোয়াটমোর দুজনই বোর্ডের নিয়োগপ্রাপ্ত। দুজনেরই লক্ষ্য এক। আর তা হলো দলের উন্নতি। আমি তাকে সম্মান করি এবং তার সঙ্গে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের হয়ে কাজ করা।”
দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য মিয়াঁদাদের সাহায্য-প্রত্যাশী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দুই দলকে তার সাহায্য করার কথা।