বুধবার দুপুরে সদ্য কারামুক্ত ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির প্রকিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে সরকারকে দেয়া বিশ্বব্যাংকের চিঠিসহ সব তথ্য প্রমাণ সরকার প্রকাশ না করলে বিএনপির কাছে যে তথ্য রয়েছে তা প্রকাশ করা হবে। কারণ এ বিষয়ের তথ্য জানা জনগণের অধিকার।”
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “জনগণের রায়ে ক্ষমতায় এলে সহজ শর্তে কম সুদে বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে পদ্মায় দু’টি সেতু নির্মাণ করবে বিএনপি।”
তিনি আরও বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। দেশের বিশেষজ্ঞরা সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেছেন, নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণ করা সম্ভব নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “বিশ্বব্যাংকের কাছে দুর্নীতির ধরা পড়ার কারণে সরকার দিশেহারা হয়ে এখন সঠিক পথ হারিয়ে ফেলেছে। আর সরকার মুখ রক্ষার জন্য যা বলছে তাও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”
সোহেল তাজের পদত্যাগের পর গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের সংসদীয় কমিটিতে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষকে দমন করতে সরকার দমন পীড়নের পথ বেছে নিয়েছে। তবে আন্দোলনের এক পর্যায়ে তারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জনগণের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হবে।”
সদ্য কারামুক্ত নেতাদের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন, ছাত্রদল নেতা আব্দুল মতিন, ওবায়দুল হক নাসির ও কামাল আনোয়ার আহমেদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এ সময় বিএনপির দুই অঙ্গ সংগঠনের কারামুক্ত নেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।