প্রিমিয়ার হকি লিগে বিশাল জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১০-২ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।
ঊষার জয়ে সবচেয়ে বড় অবদান চার গোল করা মঈনুল ইসলাম কৌশিকের। এছাড়া শাহবাজ আলী দুটি এবং আতিক, আক্তার আলী, সারোয়ার হোসেন ও মোহাম্মদ ইমরান একটি করে গোল করেন।
সাধারণ বীমার দুটো গোলই এনামুল কবিরের।
দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মেরিনার ইয়াংস ক্লাব।