বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার ওশাদে ভিরাসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল বুধবার এক জরুরি সভায় মহিলা দলের কোচের নিয়োগের বিষয়টি অনুমোদন করে।

প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি। শ্রীলঙ্কা বোর্ড একাদশের হয়েও খেলার অভিজ্ঞতাও আছে স্পিন অলরাউন্ডার ভিরাসিংহের। বাঁহাতে ব্যাট করলেও ডানহাতে অফস্পিন বোলিং করতেন। ৪৯ বছর বয়সী এই কোচের শ্রীলঙ্কায় বিভিন্ন পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা আছে।

মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরের আগেই তাকে নিয়োগ দেওয়া হবে বলে জানান, বিসিবি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। মহিলা ক্রিকেট দলের উপদেষ্টা কোচ হিসেবে কাজ করছেন ভারতের সাবেক অধিনায়ক মমতা মাবেন। এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতার আগে মাবেন তিন মাসের জন্য জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন।