পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে ৮ পুলিশ ও একজন কারা কর্মচারী নিহত হয়েছে। হামলায় আরো ৯ জন গুরুতর আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাক তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলে তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা। চলমান সন্ত্রাসী  হামলায় পাকিস্তানের রাজনৈতিক কেন্দ্রস্থলে উত্তেজনা বেড়েই চলেছে। যদিও গত বছর এ প্রদেশটি অনেকটা শান্তই ছিল।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে জনবহুল এলাকা ইচরার একটি আবাসিক ভবনে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। ওই ভবনে অন্তত ৩৫ পুলিশ সদস্য এবং কারা কর্মচারী থাকতেন। অধিকাংশ পুলিশ কর্মকর্তা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে লাহোরে প্রশিক্ষণের জন্য এসেছিলেন।

লাহোর পুলিশ প্রধান আসলাম তারিন সংবাদ মাধ্যমকে বলেন, বন্দুকধারীরা সকালে বাড়িটিতে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়লে আট জন পুলিশ এবং একজন জেল কর্মী নিহত হয়।

এদিকে, এ অঞ্চলে অধিকাংশ হামলা তারাই চালাচ্ছে বলে দাবি করেছে তালেবান। এ ধরনের হামলা আরো চালানোরও হুমকি দিয়েছে তারা।