মাননিয়ন্ত্রণ বিহীন দুটি পানি তৈরী কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় বৃহস্পতিবার এক অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্ট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক জুবায়ের আহমদ জানান, বন্দর থানাধীন মধ্য হালিশহর মুনির নগরে উক্ত মিনারেল ওয়াটার তৈরি কারখানা সমূহ অবস্থিত । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে মাননিয়ন্ত্রণ সার্টিফিকেট ছাড়া পানি শোধন করে বাজারজাত করে আসছে বলে অভিযোগ রয়েছে ড্রপ এন্টার প্রাইজ এবং আরএমড্রিংকিং ওয়াটার প্রতিষ্টানদ্বয়ের বিরুদ্ধে ।