আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জেলা প্রশাসকদের সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়ার সুযোগ নেই।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ পৃথক হওয়ার পর নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ আলাদা হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশে ফৌজদারী আইন সংশোধন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ কি কি কাজ করবে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অপরাধ আমলে নিয়ে বিচার করার যে ক্ষমতা চেয়েছেন, তা দেওয়া যুক্তিসংগত হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আদালত অবমাননার মামলা বিষয়ে জেলা প্রশাসকরা বলেছে- বর্তমান আদালত অবমাননা আইনে নোটিশ দেওয়া হয়, বার বার আদালতে যেতে হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, আইনটি যুগোপযোগী করা হচ্ছে। যাতে যথন তখন মামলা না করা যায়। মামলা করলেই আদালত অবমাননা হবে, তা নয়। এ বিষয়ে জেলা প্রশাসকদের বলেছি।