‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় গত বছর সেরা হন হাসিন রওশন জাহান। খুব দ্রুতই ছোট পর্দায় দেখা গেছে তাকে। এবার বিয়ের কাজটিও চটজলদি সেরে ফেললেন তিনি। তার বর মারুফুল ইসলাম ঝলক পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান টেক্সমার্টের স্বত্বাধিকারী। গত ৬ জুলাই রাজশাহীতে হাসিনের গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর গতকাল থেকে হাসিন আবার নাটকে অভিনয় শুরু করেছেন। হাসিন বলেন, ‘অনেকটা হুট করেই আমার বিয়ে হয়ে গেল। প্রথমে জানতাম শুধু আংটিবদল হবে। আমাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ঈদের পর।’