মানিকগঞ্জ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১১ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাড়াকুল গ্রামে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, গাড়াকুল  গ্রামে ১৬ শতাংশের এক খণ্ড জমিতে ভাতিজা আবদুর রশিদ তার লোকজন নিয়ে ধান বুনতে গেলে প্রতিপক্ষ চাচা রূপচানের লোকজন লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।