তিন বছর আগের বিদ্রোহে জড়িত থাকার অপরাধে পিলখানার হাসপাতাল ইউনিটের ২৫৩ জওয়ানের সাজা হয়েছে। বিদ্রোহের বিচারে গঠিত বিজিবির বিশেষ আদালত-১০ এ শনিবার এই দণ্ডাদেশ দেন কর্নেল ওবায়দুল আহসান।
সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হয়েছে সাতজনের। সর্বনিন্ম চার মাস কারাদণ্ড হয়েছে ছয়জনের। খালাস পেয়েছেন দুজন। দণ্ডিতদের কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
পিলখানার বিজিবি হাসপাতালের মেডিক্যাল অ্যাসিটেন্ট নান্নু মিয়ার করা এই মামলায় ২৫৬ জনের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগ গঠন হয়েছিল। তবে জহিরুল ইসলাম নামে এক আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম পরিবর্তিত হয়ে বিজিবি হয়েছে।