কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে হিজবুত তাওহিদের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ইউনিয়নের দীপেশ্বর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তকৃতরা হচ্ছেন- হানিফ খন্দকার (৩২), আজিজুল হক (৩১), আব্দুস সাত্তার (২৩),মো: নাঈম মিয়া (২৫), রাকিব আহমেদ মাসুদ (২৪) ও আল আমিন (২৫)। আল আমিনের বাড়ি করিমগঞ্জ উপজেলায় এবং বাকিদের বাড়ি হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

গণপিটুনিতে আহত আল আমিনকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর থানার ওসি একেএম মাহবুবুল হক জানান গ্রেপ্তারকৃতরা হিজবুত তাওহিদের সদস্য। এ এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রায় দুই মাস ধরে এলাকায় সন্দেহজনক কর্মকা- চালিয়ে আসছিল তারা।

ওসি বলেন, “তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলার প্রস্তুতি চলছে।” শুক্রবার রাত ৯টার দিকে সদর ইউনিয়নের দীপেশ্বর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় সন্দেহ হওয়ায় এলাকাবাসী তাদেরকে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে উঠে গ্রামবাসীর ওপর হামলা চালায়।

এ সময় বিক্ষুদ্ধ গ্রামবাসী তাদের ঘেড়াও করে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদি বই ও প্রচারপত্র উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।