আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় একজন শীর্ষস্থানীয় রাজনীতিকসহ অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন। উত্তর সামানগান প্রদেশের রাজধানী আয়বাক -এ রাজনৈতিক নেতা আহমাদ খান সামানগানি তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানেই শনিবার বোমা হামলায় তিনি নিহত হন।
উত্তর আফগানিস্তানের একজন সেনা কমান্ডার ও আইনপ্রণেতা ছিলেন সামানগানি। উত্তর সামানগানের পুলিশের সংস্থার পরিচালক গুলাম মোহাম্মাদ খান জানান, হামলায় অন্যান্য সরকারি বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। এতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে বোমা হামলায় এক নারী রাজনীতিক নিহত হওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। নিহত নারী রাজনীতিক হানিফা সাফি আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয়ের প্রাদেশিক প্রধান ছিলেন। সেই সঙ্গে তিনি নারীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণের দাবিতে সোচ্চার একজন সুপরিচিত আইনজীবী ছিলেন।