ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইএসইএসসিও) মহাপরিচালক আব্দুল আজিজ ওথমান আলতওয়াইজরি রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান আব্দুল আজিজ। বৈঠকে তিনি শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।

মুসলিম দেশগুলোর জোট ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) অঙ্গ সংগঠন আইএসইএসসিও ২০১২ সালের জন্য এশিয়া থেকে ঢাকাকে ‘ক্যাপিটাল অব ইসলামিক কালচার’ ঘোষণা করেছে। এই ঘোষণা উদযাপনে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন পর্বে শনিবার যোগ দিয়েছিলেন আব্দুল আজিজ।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আইএসইএসসিও’র সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ আইএসইএসসিও মহাপরিচালকের কাছে তুলে ধরেন। খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের চিত্রও তুলে ধরেন তিনি।

আইএসইএসসিও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এবং প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।