বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ফারাহ খান অনেককে আইটেম বানিয়ে নাচালেও এবার নিজেই হতে চলেছেন আইটেম গার্ল। তার অভিনয়ের প্রথম ছবিতেই তিনি নিজেই হতে চলছেন আইটেম।

ছবির নাম শিরিন ফরহাদ ক্যা তো নিকেল পারি। এ ছবিতেই প্রথম নায়িকা হিসেবে উত্তরণ হচ্ছে তার। ফারার বিপরীতে অভিনয় করছেন বোমান ইরানি।

এতদিন ছাইয়া ছাইয়া থেকে শুরু করে শীলা কি জওয়ানি বা মুনি্ন বদনাম থেকে আনারকলি ডিস্কো চলি ইত্যাদি গানে বহু সুন্দরীকে নাচালেও এবার নিজেই সেই ভূমিকায় সিলভারস্ক্রিনে আসছেন।

এ মুহূর্তে ব্যস্ত এ আইটেমের প্রস্তুতি নিয়ে। শিরিন ফরহাদ ক্যা তো নিকেল পারি ছবিটি আমাগী মাসের ২৪ তারিখ মুক্তি পাবে।