ফরিদপুরের মধুখালী উপজেলায় আজ মঙ্গলবার ৩টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়ন ৩টির নাম আড়পারা, মেগচামী ও ডুমাইন। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্ন্ত।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৩টি ইউনিয়নে মোট ১৯ জন ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

মেগচামী ইউনিয়নে চেয়ারম্যান ৬, সাধারণ সদস্য ২৭ এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৯টি কেন্দ্রে ২৮টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। ৩টি ইউনিয়নে ২২ হাজার ৫৯৪ জন ভোটার রয়েছে।

ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান ৮, সাধারণ সদস্য ২২ এবং সংরক্ষিত সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ডুমাইন ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদ দুটিতে প্রতিদ্বন্দ্বী না থাকায় এখানে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।