দরপতন অব্যাহত

bnn24

Bybnn24

জুলা ১৭, ২০১২

দুই বাজারে লেনদেনও কমেছে

দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। উভয় শেয়ারবাজারে গতকাল সোমবারও আগের দিনের চেয়ে মূল্যসূচক কমেছে। তবে পতনটা ছিল রোববারের চেয়ে অনেক কম, এই যা।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৩ হাজার ৯৯৪ পয়েন্টে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১২ হাজার ১১৭ পয়েন্টে নেমে গেছে।পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থার অভাব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় না হওয়া এবং তারল্যসংকটের কারণে শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে।

ডিএসইতে গতকাল মোট ১২২ কোটি ৯৯ লাখ লেনদেন হয়, যা এর আগের দিন রোববারের ১৩৮ কোটি ৩০ লাখ টাকার চেয়ে ১৫ কোটি ৩১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে মোট ২৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বাড়ে মাত্র ৩১টির, কমে ২২১টির আর অপরিবর্তিত থাকে সাতটির দাম।

অন্যদিকে সিএসইতে এদিন মোট ২৩ কোটি কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়। এই লেনদেন অবশ্য রোববারের ২১ কোটি ৬৪ লাখ টাকার চেয়ে এক কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল সিএসইতে মোট ১৮৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বাড়ে মাত্র ৩১টির, কমে ১৫২টির আর অপরিবর্তিত থাকে একটির দর।