বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে ভোট প্রদান করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সকল জেলা বারের ৭৭টি কেন্দ্রে এ ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪০ হাজারের অধিক। এবারের বার কাউন্সিল নির্বাচনে সরকার সমর্থক ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ ও বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। এ দুটি প্যানেলের বাইরেও ‘সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ’ এবং ‘স্বতন্ত্র প্যানেল’ এর ব্যানারে আইনজীবীরা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে ১৪টি আসনের বিপরীতে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ আসনে ৩১ জন, গ্রুপ-এ আসনে ৫ জন, বি-আসনে ৩ জন, সি-আসনে ৩ জন, ডি-আসনে ৪ জন, ই-আসনে ২ জন, এফ-আসনে ৪ জন এবং জি-আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বার কাউন্সিলের সচিব ইনায়েত ফজলুর রশিদ সাংবাদিকদের বলেন, স্থানীয়ভাবে সব ভোটকেন্দে ভোট গণনা করা হবে। ফলে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে অনানুষ্ঠানিক ফল পাওয়া যেতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করতে একটু দেরি হবে। তিনি বলেন, সকল ভোট কেন্দ থেকে ব্যালট নিয়ে এসে কেন্দ ীয়ভাবে দ্বিতীয়বার গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।