পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত ১৯ জুলাই বৃহস্পতিবার ৩য় দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। জানা গেছে, গত বুধবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হতে থাকে। পরে সকাল ১০টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতীকী অনশন কর্মসূচি ও সমাবেশ করে।
দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন না করার জন্য অনুরোধ করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রক্টর স্থান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে শিক্ষার্থীরা সমাবেশের মধ্যদিয়ে ৩য় দিনের কর্মসূচি শেষ করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলে, নিয়মতান্ত্রিকভাবে তারা আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক আন্দোলন বন্ধ করার জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
সমাবেশে শিক্ষার্থীরা আরো বলে, শর্ট সেমিস্টার পদ্ধতি চালু, ছাত্রছাত্রীদের নিবন্ধনের মেয়াদ আট বছর করা, জিপিএ নির্ণয় পদ্ধতি সংশোধন করে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ঘোষিত ফলাফল স্থগিত করা, নিয়োগকৃত অযোগ্য তৃতীয় শ্রেণীপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সঠিক ছিল কি না তা তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে গত মঙ্গলবার থেকে তারা যে আন্দোলন শুরু করেছে তা মেনে নিলে তারা ভিসির অপসারণ চায় না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোজাফফর হোসেন বলেন, ছাত্রদের দাবির বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পর্যালোচনা করে দেখবে। তারপর একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।