নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ দেশে পৌঁছাবে আগামী রোববার। আজ শুক্রবার জুমার পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এর পর তাঁর মরদেহ আজই দেশের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে মরহুমের পরিবার ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্রে জানা গেছে।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে মারা যান হুমায়ূন। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হুমায়ূন আহমেদের মৃত্যুর কথা নিশ্চিত করেন। লেখকের মৃত্যুর সময় স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোটভাই মুহাম্মদ জাফর ইকবাল, বন্ধু মাজহারুল ইসলাম হাসপাতালে ছিলেন।
জাফর ইকবাল জানান, এই লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতার প্রথম জানাজা হবে শুক্রবার জুমার পর, নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে। শনিবার স্বজনরা তার মরদেহ নিয়ে দেশের পথে রওনা হবেন, দেশে পৌঁছাবেন রোববার।
গাজীপুরে হুমায়ূনের গড়া নুহাশ পল্লীতে তাঁকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তার ছোট ভাই আহসান হাবিব।
বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ার পর গত বছরের ১৪ সেপ্টেম্বর চিকিত্সার জন্য নিউ ইয়র্কে যান হুমায়ূন আহমেদ। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিত্সা নিতে শুরু করেন তিনি। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত ১২ জুন বেলভিউ হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে হুমায়ূন আহমেদের দেহে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর ১৯ জুন বাসায় ফিরেছিলেন এই লেখক। স্ত্রী শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন তিনি। বাসায় ফিরলেও অবস্থার অবনতি ঘটলে পুনরায় বেলভিউ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ২১ জুন তার দ্বিতীয় অস্ত্রোপচার হয়। এরপর গত কয়েকদিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় ছিলেন তিনি।
অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গত ১১ মে মাসে দেশে আসেন হুমায়ূন। দেশে ২০ দিন অবস্থানের পুরোটা সময় গাজীপুরে নিজের গড়া নুহাশ পল্লীতে কাটিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ক্যান্সারের চিকিত্সা নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পর একুশে পদকজয়ী হুমায়ূনকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা নিয়োগ করে সরকার।