জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে প্রথম হয়েছেন অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। ৩৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন।  একই সংখ্যক ভোট পেয়ে লটারির মাধ্যমে তৃতীয় হয়েছেন অধ্যাপক নূরুল আলম। এছাড়া প্যানেলের অপর দুই প্রতিযোগী অধ্যাপক আফসার আহমেদ পেয়েছেন ১৮ ভোট এবং শামছুল কবীর খান পেয়েছেন ৩ ভোট।

নির্বাচনের ফলের ভিত্তিতে প্রথম ৩ জনের প্যানেল রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হলে তিনিই নির্ধারণ করবেন কে হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি।

বিশ্ববিদ্যালয় সিনেটর ৬৮ সদস্য এই ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত থাকলেও ভোটাধিকার প্রয়োগ করেন ৬৩ জন ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সিটেন হলে নির্বাচনের ফলাফল ষোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন।