বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ দেশ হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ। বিশেষ করে ওষুধ শিল্প, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী টাইগার।
তিনি বলেন, “কৃষি ও শিক্ষা খাতে বাংলাদেশে বিপ্লব হবে। আমার এসব বক্তব্য স্বপ্ন নয়। এটিই বাস্তবতা এবং এসবই হবে এক থেকে দুই দশকের মধ্যে।”
শুক্রবার রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিকের বসুন্ধরা কনভেনশন সেন্টারে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৩৬তম বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ উৎসবের আয়োজন করে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মৈত্রী সোসাইটি ও যুক্তরাষ্ট্রের গ্লোবাল এ্যালাইয়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটিজ।
রাষ্ট্রদূত বলেন, “আমি এরই মধ্যে এদেশের সব জায়গা ঘুরেছি। আর এদেশের মানুষকে দেখে অবাক হয়েছি। এদেশের মানুষ সত্যি ব্যতিক্রমী, পারদর্শী এবং সৃজনশীল, তারা দয়ালু ও অসাধারণ। আর এদেশের রাষ্ট্রদূত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এদেশে যত ঘুরছি, যা কিছু দেখছি, তা থেকেই শিখছি এবং ভালোবাসছি। আর এটিই বাংলাদেশের জাদু।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই দেশ হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ। বিশেষ করে ওষুধ শিল্প, তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি, হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ হবে এশিয়ার পরবর্তী টাইগার।”