আইপিএলের নিলামে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর জন্য তাদেরকে ব্যায় করতে হয়েছে ৪ লাখ ২৫ হাজার ডলার।

বাংলাদেশের মুদ্রায় যার মূল্যে প্রায় ৩ কোটি টাকা। শনিবার ব্যাঙ্গালোরে আইপিএলের এবারের নিলাম পর্বে সাকিবকে নিয়ে কলকাতা নাইট রাইডর্সের সাথে লড়াই হয় নতুন দল পুন ওয়ারিয়র্সের। লড়াইয়ে বেস প্রাইস ২ লক্ষ থেকে সাকিবের দাম ৪ লাখ ২৫ হাজার ডলারে উঠলে হার মানে পুনে। এতে এই আসরের জন্য সাকিব হয়ে যান কলকাতা নাইট রাইডার্সের। সাকিবের আগে রেকর্ড দামে বিক্রয় হন গৌতম গম্ভির। তার দাম ২৪ লাখ ডলার। এছাড়া ২১ লাখ ডলারে ইউসুফ পাঠান কলকাতা নাইট রাইডার্সের ও রবিন উথাপ্পা নবাগত পুনের। সৌরভ গাঙ্গুলী, লারা, গেইল, জেসে রাইডার্স ও গিবসের জন্য দাম হাকায়নি কেউ। ব্যাঙ্গালোরে দ্বিতীয় দফা নিলাম হবে রোববার।