নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে কোথায় সমাহিত করা হবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। গাজীপুরের নুহাশ পল্লীর পরিবর্তে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।
রোববার দুপুরে হুমায়ূন আহমেদের ছোট ভাই খ্যাতিমান লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মিরপুর পল্লবীর সাড়ে ১১ নম্বরে ২৪/৪ নম্বর বাসায় এ বিষয়ে বৈঠকে বসেন হুমায়ূন আহমেদের ছোট ভাই অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব, মা আয়েশা ফয়েজসহ বোন ও পরিবারের অন্য সদস্যরা। বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি লেখকের স্ত্রীর জন্য রেখে দিয়েছেন বলে জানান জাফর ইকবাল।
এর আগে রোববার সকালে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “হুমায়ূন আহমেদ ক্যানসারে নয়, ভাইরাস সংক্রমণে মারা গেছেন।”
নয় মাস ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান হুমায়ূন আহমেদ। তার মরদেহ নিয়ে দেশের পথে রওয়ানা দিয়েছেন স্বজনরা। সোমবার সকাল ৯টার দিকে তাদের দেশে পৌঁছার কথা রয়েছে।