জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ সোমবার সকালে দেশে পৌঁছেছে। সকাল ৮টা ৫৪ মিনিটে তাঁকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে কান্নার মাতমে আচ্ছন্ন হয়ে ওঠে চারপাশ।
সকাল ৯টা ১১ মিনিটে হুমায়ূনের মরদেহ বিমান থেকে নামিয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে তোলার সময় শিলা অশ্রুশিক্ত কণ্ঠে বলে ওঠেন “আমরা কি একবারও কাছ থেকে বাবাকে দেখতে পারব না?”
এরপর শিলাকে বাবার লাশের কাছে নিয়ে যাওয়া হয়। তবে ছেলে নুহাশ ছিল নির্বাক। হলুদ পাঞ্জাবী গায়ে বাবার সৃষ্টি করা চরিত্র হিমু সাজে নুহাশ কেবল তাকিয়ে ছিল বাবার লাশের দিকে।
পিতার মৃত্যু শোক যেন তার সমস্ত মন নিঙ্গরে নিয়ে গেছে সব আনন্দ, উচ্ছ্বাস। তার শুকনো নির্বাক দৃষ্টি যেন চিৎকার করে বলছে “বাবা একবার উঠে দেখ আমি তোমার নুহাশ, আমি এসেছি তোমার প্রিয় চরিত্র হিমু সেজে।”