জেলেদের ট্রলারে ডাকাতি করার সময় ভোলার তজিমুদ্দিনের মেঘনার পাইলট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ দস্যুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি বগি-দা, একটি রাম-দা, একটি কাচি, একটি ছেনি, একটি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে ।

আটকরা হলেন- কালু, মিরাজ, সিরাজ, জসিম, নুরুন্নবী, নোমান, মহসিন, ইমরাম, শহিজল, মোজাম্মেল ও বেলাল।
এরা সবাই নোয়াখালী জেলার হাতিয়ার দুর্ধর্ষ দস্যু স্বপন বাহিনীর সদস্য।

এবিষয়ে তজিমুদ্দিন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, রোববার ভোরে মেঘনায় অন্যান্য দিনের মতো জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় দুর্ধর্ষ মেঘনার দুর্ধর্ষ দস্যু স্বপন বাহিনীর ২০/২৫ জনের একটি দল জেলেদের ট্রলারের ডাকাতির চেষ্টা করে। টহলরত পুলিশের একটি দল ডাকতির ঘটনা দেখতে পেয়ে তাদের ধাওয়া করে ১১ জনকে আটক করে।