চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ঘর থেকে চাদর মোড়ানো এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তালাবদ্ধ ওই ঘর থেকে দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা থানায় খবর দিলে মঙ্গলবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাদাম বিবিরহাট এলাকায় মাটির ওই ঘর থেকে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৪ বছর।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাশার সাংবাদিকদের বলেন, ওই নারীকে হত্যার পর ঘরের মেঝেতে গর্ত খুড়ে চাদর মুড়িয়ে রাখা হয়েছিল।
“ওই নারী ও তার স্বামী জুলাইয়ের (চলতি মাস) শুরুতে মো. জাহাঙ্গীরের এই ঘরটি ভাড়া নিয়েছিল। ঘটনার পর থেকে স্বামী পলাতক,” বলেন তিনি।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ মো. কাদের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বাশার জানান, ঘর থেকে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এতে নাম লেখা- সোহাগ সিকদার, পিতা আব্দুল জব্বার সিকদার, কৈখালী, থানা কাঁঠালিয়া, জেলা ঝালকাঠী।
ওই নাম ও ঠিকানার ব্যক্তি নিহতের স্বামী কি না, তা পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, শনিবার ইফতারের সময় ওই নারী ও তার স্বামীর মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। পরদিন সকাল থেকে ঘরটি তালাবদ্ধ ছিল।