হুমায়ূন আহমেদের ছোট মেয়ে বিপাশাকে নিয়ে দেশে এসেছেন প্রয়াত লেখকের সাবেক স্ত্রী গুলতেকিন খান।
হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব বুধবার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন মা-মেয়ে।
নন্দিত এই লেখককে মঙ্গলবার নুহাশ পল্লীতে দাফনের সময় গুলতেকিনের তিন সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ ও নুহাশ হুমায়ূন উপস্থিত ছিলেন। দুই সন্তান নিষাদ ও নিনিতকে নিয়ে ছিলেন বর্তমান স্ত্রী মেহের আফরোজ শাওন।
গুলতেকিন নুহাশ পল্লীতে যাবেন কিনা জানতে চাইলে আহসান হাবীব বলেন, এ বিষয়ে এখানো কোনো কথা হয়নি।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার স্বামীর লাশ নিয়ে ফেরেন শাওন।
শাওন গাজীপুরে হুমায়ূনের নিজ হাতে গড়া নুহাশ পল্লীতে স্বামীর কবর চাইলেও গুলতেকিনের সন্তানরা তাদের বাবাকে ঢাকায় দাফনের পক্ষে মত দেন। এই টানাপোড়েন চলে গভীর রাত পর্যন্ত।
এরপর রাত আড়াইটার হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল নুহাশ পল্লীতেই দাফনের সিদ্ধান্ত জানান। তবে তার কথায় বোঝা গেছে , হুমায়ূনের প্রথম পক্ষের তিন সন্তান মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের পক্ষে থাকলেও কার্যত বাধ্য হয়েই নুহাশ পল্লীতে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
১৯৭৩ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে গুলতেকিনের বিয়ে হয়। ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হলে ওই বছরই শীলার বান্ধবী ও অভিনেত্রী শাওনকে বিয়ে করেন হুমায়ূন।