ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাঙ্গা গ্রামে বুধবার সন্ধ্যা ৭টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়াল ঘরে গরু বাধাঁ নিয়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাঙ্গা গ্রামের চাচা আব্দুল জব্বার (৫৫) এর সাথে সিদ্দিক মিয়ার ছেলে খায়রুল মিয়ার (২৪) ঝগড়া হয়। এক পর্যায়ে ভাতিজা খায়রুল মিয়া চাচার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আব্দুল জব্বার মারাত্মক ভাবে জখম হন।
ঘটনার সাথে সাথে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত খায়রুল মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।