পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সাথে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদের ভবনের এলডি হলে তাদের সম্মানে বিএনপি এই ইফতার পার্টির আয়োজন করে।
ইফতার শুরুর আগে বিরোধী দলীয় নেতা আমন্ত্রিত পেশাজীবী নেতাদের সাথে কুশল বিনিময় করেন। পরে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মূল মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে ব্যারিস্টার রফিক-উল হক, সাংবাদিক এ বি এম মূসা, কবি আল মাহমুদ, অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক মাহবুব উল্লাহ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, রোকেয়া এ আফজাল, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আল আমীন, বিজেএমইএ’র সাবেক সভাপতি সালাম মূর্শেদী, সাবেক সেনা প্রধান লে. জেনারেল আতিকুর রহমান, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল সারোয়ার জাহান নিজাম, কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার তাহমিনা বেগম, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমীন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমূখ একই টেবিলে বসে ইফতার করেন।
এছাড়া শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যে মাহবুবুর রহমান, লতিফুর রহমান, আনিসুল হক প্রমূখ ব্যবসায়ীরা ইফতারে অংশ নেন।
দৈনিক ইন্ডিপেডেন্টের সম্পাদক মাহবুব আলম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, অর্থনৈতিক প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আতিকুল আলম, মানবকন্ঠের সম্পাদক শাহজাহান সরদার, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দিনকালের সম্পাদক রেদোয়ান সিদ্দিকী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সাংবাদিক শফিক রেহমান, ফজল এ কামাল, আমান উল্লাহ কবির, মাহফুজ উল্লাহ, শামীম আহমেদ, বার্তা টোয়েন্টিফোর সম্পাদক সরদার ফরিদ আহমেদ, জাস্ট নিউজ বিডি ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি প্রকৌশলী মিজানুর রহমানসহ বেসরকারি টেলিভিশনসমূহের বার্তা প্রধানগণ ইফতারে উপস্থিত ছিলেন।
এছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলা-এ্যাব সভাপতি আ ন হ আখতার হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন প্রমূখ পেশাজীবী নেতারা ইফতারে অংশ নেন।
কবি ও সাহিত্যিকদের মধ্যে কবি মাহমুদ শফিক, আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, উপ-উপাচার্য আ ন ম ইউসুফ হায়দার,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাফিজুর রহমান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করীম,শিল্পী রিজিয়া পারভীন, মনির খান প্রমূখ ছিলেন।
ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খানসহ দলের চেয়াপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংসদরা ইফতার করেন।