ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাংবাদিকরা রাত দশটার দিকে শাহবাগ থানায় গেলেও ১২টার সময় নথিভুক্ত করা হয়। এবিসি রেডিও’র মেডিকেল প্রতিনিধি আজিমউদ্দিন চৌধুরী বুলবুল ও ভোরের কাগজের ফটোসাংবাদিক সাহাদাৎ হোসেন বাদি হয়ে দুটি মামলা ও গাজি টিভি,  দেশ টিভি ও সমকালের পক্ষ থেকে একটি করে জিডি করা হয়।

মামলার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনের অধিককে আসামি করা হয়েছে। ১১ জন হলেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শহীদ হোসেন, উপপরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, আবাসিক চিকিৎসক এইচ এম নাজমুল হাকিম শাহীন, ডা. সুদ্বীপ রঞ্জন দেব, ডা. সুরজিৎ দাস, ইন্টার্নি চিকিৎসক জুয়েল, জাহিদ, প্রীতম, রোজেন, রাসেল ও লাভলী।

এদিকে জিডিতে গাড়ি ও ক্যামেরা ভাঙচুর এবং ক্যামেরাম্যানকে মারধর করার কথা উল্লেখ করা হয়েছে।

এ সময় থানায় ক্র্যাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসনের ( ক্র্যাব)  সভাপতি আকতারুজ্জামান লাভলু, সাবেক সভাপতি পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক জিলানি মিল্টনসহ সাংবাদিক নেতারা থানায় আসেন।

উল্লেখ্য গতকাল বুধবার সকাল থেকে সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালিয়ে ১৫ সাংবাদিককে আহত করেন চিকিৎসকরা। রোগীকে চিকিৎসকের মারধরের প্রতিবেদন প্রকাশের জের ধরে ৩-৪ দিন ধরে হামলা চালায় তারা। সে সঙ্গে হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।