ম্যাগসেসে পুরস্কার ২০১২ এর জন্য বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান মনোনীত হয়েছেন। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি বুধবার এ বছরের মনোনীতদের নাম ঘোষণা করেন।
বাংলাদেশে পরিবেশ-সুশাসন নিশ্চিত করতে আইনি লড়াই চালানোর স্বীকৃতি হিসেবে রিজওয়ানাকে মনোনীত করা হয়েছে বলে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।
রিজওয়ানা হাসান ছাড়াও এ বছর কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ানের ছয়জন র্যামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন।
আগামী ৩১ অগাস্ট ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তারা সবাই একটি সনদ, একটি পদক ও নগদ অর্থ পাবেন।
রিজওয়ানা হলেন একাদশ বাংলাদেশি, যিনি এশিয়ার নোবেল হিসেবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পাচ্ছেন।
এর আগে বাংলাদেশ থেকে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস (১৯৮৪), তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮) অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (২০০৫), এঞ্জেলা গোমেজ (১৯৯৯), ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫) ও সিডিডির এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান (১৯৮৮) ম্যাগসেসে পুরস্কার পান।