চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সানাউল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছে।

নিহত সানাউল শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শিংনগর এলাকায় জমিতে কাজ করছিলো সানাউল। দুপুর সোয়া ২ টার দিকে ভারতের দৌলতপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কর্মকর্তা মেজর মোহাম্মদ আবু নাঈম খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিংনগর সীমান্তের ১৬৯ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ১’শ গজ বাংলাদেশের জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা সানাউলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করলে সে মারা যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।