রাজশাহীর পুঠিয়া উপজেলার টোনাপাড়া সড়কে সেনাবাহিনীর একটি কাভার্ডভ্যান উল্টে ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যাওয়ার পথে চালক কাভার্ডভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে বগুড়া সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আহত অপর ৫ জন হলেন- সার্জেন্ট বাশার (৪৫), সৈনিক কামাল হোসেন (২৭), মোকাদ্দের (২৭) ও ইউসুফ (২৮) এবং ঠিকাদার মাইনুল ইসলাম (৩৪)। তারা বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৫ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যাওয়ার পথে পুঠিয়ার টোনাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি হঠাৎ উল্টে যায়। এতে ওই ৮ জন আহত হন।

ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর (এমপি) এনামুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।