সূচকের ঊর্ধ্বগামী প্রবণতার মধ্যে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ সপ্তাহের লেনদেন।

গতকাল বুধবার সূচক নিম্নমুখী থাকলেও গত সোম ও মঙ্গলবার সূচকের তির ঊর্ধ্বগামী ছিল। তবে, বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমে লেনদেনের পরিমাণ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে ৪,২৮৪ পয়েন্টে দাঁড়ায়।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টিরই দাম বাড়ে। কমে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

 

স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৩৮ কোটি টাকার লেনদেন হয়, যা গতকালের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, কেয়া কসমেটিকস, বিএসসিসিএল, জিপিএইচ ইস্পাত, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, তিতাস গ্যাস এবং বেক্সিমকো।