আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পদ্মা সেতু নিয়ে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে কোনো বিতর্কে আজি জড়াতে চাই না। তবে সব ধরনের সংশয় দূর করে পদ্মা সেতু প্রকল্পে বর্তমানে নতুন আশার সৃষ্টি হয়েছে।

সদ্য প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক শোকসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যে অবস্থাটি তৈরি হয়েছে এটি অগ্রসরমান হোক, এ নিয়ে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না। যেহেতু আজকে অন্যান্য দাতাগোষ্ঠী বিশেষ করে জাইকা, এডিবিসহ তারা যে উদ্যোগটি নিয়েছে,  সেই উদ্যোগের মাধ্যমে এর সমাধান হয়ে আমাদের জাতীয় জীবনে যে নতুন সমৃদ্ধির পথ রচনা হয়েছে সেটিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই আমাদের কামনা।’

দপ্তরবিহীন মন্ত্রী বলেন , বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অপরটি মুক্তিযুদ্ধের বিরোধী ধারা। হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে হুমায়ূন আহমেদকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।