হজ-২০১২ সালে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের সুবিধার্থে হজের টাকা জমাদানের সময়সীমা বাড়ানো য়েছে।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হজের টাকা (মোয়াল্লেম ফি, বিমান ভাড়া ও অন্যান্য হজ সংক্রান্ত সমূদয় অর্থ) জমাদানের সময়সীমা সরকার ১ জুলাই ২০১২ রোববার পর্যন্ত বর্ধিত করেছে।