শুক্রবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠ্বা দিবস। আজ থেকে নয় বছর আগে স্বেচ্ছা সেবক লীগ প্রতিষ্ঠার মধ্যদিয়ে রাজনৈতিক সংগঠন হিসেবে এ সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
 
বৃহষ্পতিবার দুপুরে এ প্রতিবেদকের সাথে আলাপে স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ জানান, স্বেচ্ছা সেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ভোর ৬ টায় দলের বঙ্গবন্ধু এ্যাভিউনস্থ কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হবে।
সংগঠরে সভাপতি মোল্লা আবু কাউসার জানান, সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আর এ সংগঠনের প্রতিষ্ঠার পটভূমি, রাজনৈতিক, সামাজিক অঙ্গীকার বর্তমান সময়ে সংগঠনের করণীয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ সংগঠনের নেতরা এতে বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত: গত ১২ জুলাই আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ কাউন্সিলে সংগঠনের সহ-সভাপতি মোল্লা আবু কাউসারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আগে এ পদে থাকা পংকজ দেবনাথকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়।