বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন প্রকল্প পরিদর্শন, যানজট নিরসনসহ চলমান বিভিন্ন সমস্যা নিরসন করতে শনিবার যশোরের বেনাপোল বন্দরে আসছেন নৌমন্ত্রী শাজাহান খান।
বন্দর অডিটোরিয়ামে বন্দর কর্মকতা ও বন্দর ব্যবহারকারী সংগঠনের সঙ্গে মন্ত্রী ওই দিন দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠক শেষে বেনাপোল স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভারতের ইছামতি নদীর সঙ্গে সংযুক্ত কপোতাক্ষ নদের শাখা-প্রশাখা দখলমুক্ত করতে আলোচনা করবেন।
বন্দর সূত্র জানায়, বেনাপোল বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে গত অর্থবছরে রাজস্ব বোর্ডের দেওয়া টার্গেট পূরণ করতে পারেননি বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা।
গত অর্থবছরে ঘাটতি ছিল ১৯৪ কোটি টাকা। এছাড়া উচ্চ শুল্ক মূল্যের ৭৯টি পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যও অনেক কমে গেছে। এছাড়াও বন্দরের বিভিন্ন বিভাগে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার মন্ত্রীর আসার কথা নিশ্চিত করে জানান, বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী সংগঠনের সঙ্গে বৈঠক করতে মন্ত্রী শনিবার বেনাপোল বন্দরে আসবেন। শুক্রবার সকালের মধ্যেই বৈঠকের সব প্রস্তুতি শেষ হয়েছে।