বরিশালের অভ্যন্তরীণ ১১টি রুটে বরিশাল জেলা বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বানে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
শনিবার ভোর ৬টা থেকে অভ্যন্তরীণ এ ১১টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের আওতাধীন রুটগুলো হলো- বরিশাল-মাদারীপুর, বরিশাল-ভুরঘাটা, বরিশাল-পয়সারহাট, বরিশাল-ধামুরা, বরিশাল-সরিকল, বরিশাল-মীরগঞ্জ, বরিশাল-মুলাদী, বরিশাল-হিজলা, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-স্বরূপকাঠী ও নতুনবাজার-বাবুগঞ্জ কলেজ গেট।
অভ্যন্তরীণ এই ১১টি রুটে মহিন্দ্রা আলফা, ম্যাজিক, নছিমন, করিমন ও টমটমসহ যাত্রীবাহী অবৈধ ছোট যানবহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাস মালিক সমিতির নেতারা।
এর আগে শুক্রবার নথুল্লবাদ বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের এক যৌথ সভা শেষে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, অভ্যন্তরীণ এ ১১টি রুটে নিয়মিত বাস চলাচল করে থাকে। তারপরেও ওই রুটগুলোতে অবৈধভাবে বিভিন্ন যান চলাচল করে। এগুলো বন্ধের দাবিতে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানানো হয়।
তিনি আরও বলেন, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে বিভাগীয় কমিশনার কোন ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়েই শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করা হয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানিয়েছেন তিনি।