বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানালেন, তিনি ৯০ বছর বয়স পর্যন্ত অভিনয় চালিয়ে যেতে চান। মাধুর ভা-ারকারের বহুল প্রতিক্ষীত ‘হিরোইন’ ছবিতে দেখা যাবে কারিনাকে।

ছবিটিতে দেখানো হয়েছে একজন অভিনেত্রীর জীবনের শুরুতে চাকচিক্যময় জীবন এবং অবশেষে বিয়োগান্তক অধঃপতন।

নায়িকাদের এই পরিণতিতে ভয় পান কিনা জিজ্ঞেস করা হলে কারিনা বলেন, আমি জোহরা সেহগালের মতো হতে চাই যিনি ৯০ বছর বয়স পর্যন্ত অভিনয় করে গেছেন। ডার্টি পিকচারের সঙ্গে হিরোইন ছবির সাদৃশ্য নিয়ে নানা রকম কানাঘুষা চলছে।

কারিনা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি অন্যের জুতা পড়ি না। আমি নিজের জুতাতেই খুব স্বাচ্ছন্দবোধ করি। আমার জুতার মাপ কারো জন্য উপযোগীও না। হিরোইন ছবিটি কিছুতেই ডার্টি পিকচার না। এটির ধরন সম্পূর্ণ আলাদা।

এনডিটিভি অনলাইন