৯০ দিনের জন্য মোহাম্মদ বিন হাম্মামকে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এশিয়ান ফুটবলের শীর্ষ ব্যক্তি হাম্মামের ওপর বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সেপ বস্নাটারের বিপক্ষে ফিফার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ানো কাতারের ওই ফুটবল সংগঠকের বিপক্ষে ফিফা গঠিত এথিক কমিটি অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুললে ক্রীড়াবিষয়ক আদালতে সেটি নাকচ হয়ে যায়।
ফিফার পরিচালনা পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এথিক কমিটির চেয়ারম্যান মাইকেল গার্সিয়া হাম্মামের বিরুদ্ধে অন্তত তিন মাসের নিষেধাজ্ঞার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আরোপের ফলে অন্তত ৯০ দিন হাম্মাম দেশে কিংবা বিদেশে ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান হিসেবে দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করেছেন হাম্মাম। ওই আমলে আর্থিক বিষয়গুলোর নিরীক্ষা চালানোর জন্য এক মাসের জন্য হাম্মামের ওপর নিষেজ্ঞা আরোপ করেছে এএফসি। ওই ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই কাতারের ওই ফুটবল সংগঠককে নতুন করে নিষিদ্ধ করল ফিফা।
ফিফা জানায়, বিন হাম্মাম কোনো আর্থিক অনিয়ম ঘটিয়েছেন কি না তা সঠিকভাবে তদন্ত করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে কোনো অনিয়ম পাওয়া গেলে তার তথ্য-প্রমাণ কোর্ট ফর অর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) উপস্থাপন করা হবে।