পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেনকে (৪৫) হত্যা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাত ৮টার দিকে পাবনার শহরের বালিয়াহালট মহল্লার ভাড়া বাসা থেকে ২ চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো-চাটমোহর উপজেলার দিলালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবু মিয়া (৩৫) এবং পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার বাওইখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৩৮)।

চাটমোহর থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম জানান, গ্রেফতারকৃত ২ চরমপন্থি স্থানীয় মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেনের হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, গত ১৪ জুন রাত ৯টার দিকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরিদ হোসেন ও গোলজার হোসেন মোটরসাইকেলযোগে চাটমোহর থেকে খতবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চাপরারবিলের মধ্যে রাস্তার ওপর কয়েকজন চরমপন্থি ফরিদকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।এ সময় গোলজার পালিয়েও গেলে চরমপন্থিরা ফরিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়।

বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গোলজার হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে ১৯৮৮ সালের ২৮ আগস্ট একরাতে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী গ্রামে ১২ জনকে হত্যা করা হয়।