ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ শামসুল আলম (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

এরা হলেন- রাজাপুর বড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহ আলম ও মোটরসাইকেল চালক ইলিয়াস হাওলাদার (২৮)। আহতদের বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি গাবখান সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ শামসুল আলম রাজাপুর উপজেলা সদরের সৈয়দ মোবারক হোসেনের ছেলে।

এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহত সৈয়দ শামসুল আলম ও তার ভাই মোটরসাইকেলযোগে রাজাপুর থেকে ঝালকাঠি আসছিলেন। বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি গাবখান সেতুর পূর্বপাড়ের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত  চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ঝালকাঠি পুলিশ সুপার মজিদ আলী ও বরিশাল র‌্যাব-৮ এর একটি দল।