খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী এলাকায় দুই দলের সঙঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সঙঘর্ষ ঘটে। পুলিশ শাহাবুদ্দিন শিকদার নামে একজনকে আটক করেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুজ্জামান জানান, একটি ধানের জমি নিয়ে তেরখাদার শাকিল গ্রুপের সঙ্গে আসলাম গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছিলো।   
 
সঙঘর্ষে হাড়িখালীর জাহানারা বেগম (৬০), মিজানুর ফকির (৫০), মোজাম শেখ (৪০), টিপু ফকির (৪২), মাহবুব শেখ (৫৫), লিকু (৪৫) ও নজরুল শেখসহ (৫৫) দুই পক্ষের ২০ জন আহত হন।  

আহতদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।