বৃটেন ভিত্তিক সিরিয়ান ওবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী আলেপ্পো শহরের বেশ কয়েকটি জনবসতী এলাকায় জঙ্গী হেলিকপ্টার ব্যবহার করেছে। শহরের অন্যান্য এলাকায় বিষ্ফোরণ এবং লড়াইএর খবর সহ বেশ কয়েক জনের নিহত হবার খবর পাওয়া গিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নভি পিল্লেই আলেপ্পোতে ভয়াবহ লড়াইয়ের সম্ভাবনায় শুক্রবার গভীর উদ্বিগ প্রকাশ করেছেন। তিনি  দুই পক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তারা যেন বেসামরিক লোকজনকে সুরক্ষা করে। 
 
ইতিমধ্যে আন্তর্জাতিক রেডক্রস কমেটি শুক্রবার ঘোষণা করেছে যে নিরাপত্তার কারণে তাদের বেশকিছু বিদেশী কর্মীকে তার সিরিয়া থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র লেবাননে সরিয়ে নেবে।