দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অলিম্পিক স্বর্ণপদক প্রত্যাশী সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরার। জিতেছেন কিম ক্লিস্টার্সও। তেমন দিনে অলিম্পিক থেকে সিটকে পড়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার জুটি। না; সানিয়ার সব সম্ভাবনা ফুরিয়ে যায়নি। লিয়েন্ডার পেসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে মিশ্র দ্বৈত খেলবেন।

মেয়েদের টেনিসের এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ৩ সপ্তাহ আগে উইম্বলডনের শিরোপা জেতা সেরেনা একই কোর্টে হারিয়েছেন জেলেনা জাঙ্কোভিচকে। সাবেক বিশ্বসেরার খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মিশেল ওবামা। ওবামাকে হতাশ করেননি সেরেনা। জয় দিয়ে শুরু করেছেন লন্ডন অভিযান।

অলিম্পিকের দ্বৈতে স্বর্ণপদক জিতলেও এককে এখনো স্বর্ণপদক পাননি মার্কিন তারকা। সেন্টার কোর্টে সেরেনার কাছে পাত্তাই পাননি সার্বিয়ার জেলেনা। প্রথম সেটে ৬-৩ গেমে হারিয়েছেন জেলেনাকে। দ্বিতীয় ও শেষ সেটে ৬-১ গেমে জিতে প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ডে ওঠেন ১৪টি গ্র্যান্ডসস্নাম জয়ী সেরেনা।

লন্ডন অলিম্পিকের মহিলাদের দ্বৈত ইভেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা-রুশমি চক্রবর্তী জুটি। এই জুটি তিন সেটের লড়াইয়ে চাইনিজ তাইপে জুটি সু ওয়েই শেই- শিয়া জুং চুয়াংয়ের কাছে পরাজিত হয়েছেন। ১ ঘণ্টা ৩১ মিনিটের এই লড়াইয়ে সানিয়া-রুশমি দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে এলেও শেষ রক্ষা হয়নি; ১-৬, ৬-৩, ১-৬ গেমে পরাস্ত হয়ে বিদায় নিয়েছেন। রুশমি এবারই প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করছেন।

সানিয়াকে সঙ্গে নিয়ে গড়া জুটির এই ইভেন্ট নিয়ে কেউই আশাবাদী ছিলেন না। তবে পুরুষদের দ্বৈত এবং মিশ্র দ্বৈত জুটি নিয়ে ভারতীয়রা প্রথম থেকেই পদকের আশা করছে। ২০১০ সালে নিজেদের মাটিতে কমনওয়েলথ গেমসে সানিয়া-রুশমি ব্রোঞ্জপদক জিতেছিলেন। কিন্তু দিলি্ল গেমসের পরে এই প্রথমবারের মতো তারা জুটিবদ্ধ হয়ে কোর্টে নেমেছেন।

এছাড়া মহেশ ভূপতি-রোহান বোপান্না পুরুষদের দ্বৈতে অংশগ্রহণ করবেন। লিয়ান্ডার পেস আজ ভিশু ভারদানকে সঙ্গী করে দ্বৈতের লড়াইয়ে কোর্টে নামবেন। তরুণ সোমদেবও সোমবার পুরুষ এককের প্রথম রাউন্ডে কোর্টে নামছেন। বেলজিয়ান টেনিস তারকা কিম ক্লিস্টার্স রীতিমতো উচ্ছ্বসিত।

গতকাল প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন ইতালির রবার্তো ভিনচিকে; স্কোরলাইন ৬-১, ৬-৪। প্রথম রাউন্ডের এ জয়টা দারুণ উপভোগ করছেন তিনি।

ফেদেরার ৬-৩, ৫-৭ ও ৬-৩ সেটে হারিয়েছেন তার প্রতিপক্ষকে। অন্যদিকে পেত্রা কেভিতোভাও জয়টি ছিল শেষ ঘাম ঝরানো। তিনি হারিয়েছেন বনডারেনকোকে; ৬-৪, ৫-৭ ও ৬-৩ সেটের ব্যবধানে।

এপি।